করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে মনোনয়ন সংগ্রহ

editor
ডিসেম্বর ২২, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উত্তরার আজমপুর কাঁচাবাজার হাসান মাহমুদ কমপ্লেক্সে অবস্থিত উত্তরা থানা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা মহানগর উত্তর এনসিপির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. মান্নান তালুকদার (মাহিন) এবং সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রিন্স এবং উত্তরার এনসিপি সাত থানার প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী আমিনী ফেরদৌস, মো. আনিসুর রহমান, ওমর ফারুক স্বপন, ইব্রাহিম খলিল, মো. সুজন মিয়া, মো. বেল্লাল হোসেন খান, তানজিম জিম, মাসনুন নাফি, মো. হাবিবুর রহমান (প্রিন্স), যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহাতাব খান বাধন, ছাত্রশক্তি নেতা মিনহাজুল ইসলাম ফাহিদ প্রমুখ।

নেতাকর্মীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম হটস্পট উত্তরা। সেদিন উত্তরা থেকেই পরিবর্তনের স্বপ্ন নিয়ে গণভবন অভিমুখে রওনা হয়ে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছিল জনগণ। ঢাকা-১৮ আসনের জনগণ এনসিপি প্রার্থীকে ভোট দিয়ে এবার তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।