আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সিআইডি সদর দপ্তর, মালিবাগে ফরেনসিক তদন্ত বিষয়ে ০১ দিনের প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন ৬০ (ষাট) জন সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কর্মকর্তা। ফরেনসিক তদন্ত বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা অর্জনের লক্ষ্যে ৫১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে তাঁরা এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণ কোর্সটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম এবং সভাপতিত্ব করেন জনাব মো. জমশের আলী, ডিআইজি (ফরেনসিক), সিআইডি।
প্রধান অতিথির বক্তব্যে সিআইডি প্রধান বলেন, “পুলিশ ও বিচার বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক ন্যায়বিচারকে আরও শক্তিশালী করে এবং আধুনিক বিচার ব্যবস্থায় ফরেনসিক বিজ্ঞান অপরিহার্য।”
তিনি আরও বলেন, “সিআইডি ফরেনসিক সক্ষমতার নতুন যুগে প্রবেশ করেছে; বর্তমানে আধুনিক প্রযুক্তিতে প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণে সিআইডি আরও শক্তিশালী হয়েছে।”
সভাপতির বক্তব্যে ডিআইজি (ফরেনসিক) জনাব মো. জমশের আলী বলেন, ”বিজ্ঞানসম্মত উপায়ে প্রমাণ উপস্থাপন করে ন্যায় বিচার নিশ্চিতে সিআইডি দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে। ” একইসাথে তিনি পুলিশ ও বিচার বিভাগের পারস্পরিক সমন্বয়ের গুরুত্বও তুলে ধরেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা তাত্ত্বিক ধারণা অর্জনের পাশাপাশি সিআইডির বিভিন্ন ল্যাবও পরিদর্শণ করেন। এসময় তারা ডিজিটাল ফরেনসিক ল্যাব, কেমিক্যাল ল্যাব, ও বিভিন্ন জেনারেল ফরেনসিক ল্যাব পরিদর্শন করে এসকল বিষয়ে সম্যক ধারণা লাভ করেন।
প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে ডিজিটাল ফরেনসিক, সাইবার ক্রাইম ও অন্যান্য বিষয়ে তাদের কৌতূহল প্রকাশ করেন। ডিজিটাল ফরেনসিক, সাইবার ক্রাইম সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আগ্রহী প্রশিক্ষণার্থীদের এসব প্রশ্নের উত্তর প্রদান করেন।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে জনাব মো. আবুল বাশার তালুকদার, ডিআইজি (সিপিসি), জনাব আলি আকবর খান, অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজড ক্রাইম)সহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) ও কোর্স পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) জনাব মো. ফারুকের নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ আজ ০৮ অক্টোবর ২০২৫ (বুধবার) এ প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি
