করাপশন টক
বৃহস্পতিবার, ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাফওয়া বার্ষিক সম্মেলন ২০২৫

editor
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

গত ২৩-২৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সম্মানিত সভানেত্রী এবং বি এ এফ লেডিস ক্লাব এবং চিলড্রেন্স ক্লাবের প্রধান পৃষ্ঠেপোষক সালেহা খান এর সভানেতৃত্বে বাফওয়া বার্ষিক সম্মেলন ২০২৫, বি বা ঘাঁটি বাশার এ অবস্থিত ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে বাফওয়ার সকল আঞ্চলিক শাখা ( মতিউর,জহুর, এ কে খন্দকার, বাশার, কক্সবাজার এবং সুলতান মাহমুদ ) এর সভানেত্রী, বাফওয়া এবং বি এ এফ লেডিস ক্লাব ও চিলড্রেন্স ক্লাবের সম্পাদিকা, লিয়াজো কর্মকর্তা এবং কোষাধ্যক্ষবৃন্দ তাঁদের আঞ্চলিক শাখা সমুহের বিগত এক বছরের সামগ্রিক কর্মকান্ড, উন্নয়ন এবং লাভ – ক্ষতির বিশদ বিবরণ দেন। সম্মানিত বাফওয়া সভানেত্রী সকলের সাথে আন্তরিকভাবে কুশলাদি বিনিময় করে বাফওয়ার সেবামূলক কর্মকান্ড আরও বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন বাফওয়া আপনার, আমার সকলের। সকলের সহযোগিতায় বাফওয়া আরও অনেকদূর এগিয়ে যাবেন। তিনি সকলকে মিতব্যায়ী হয়ে চলার পরামর্শ দেন এবং আঞ্চলিক বাফওয়াকে আরও দান – অনুদান বৃদ্ধির মাধ্যমে সর্বদা দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানান। উক্ত সম্মেলনে বাফওয়ার সহ সভানেত্রীবৃন্দ, পরিচালক চিকিৎসা পরিদপ্তর, পরিচালক অর্থ পরিদপ্তর, পরিচালক কল্যাণ ও অনুষ্ঠান পরিদপ্তর সহ কেন্দ্রীয় বাফওয়ার সকল সদস্য উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।