করাপশন টক
বৃহস্পতিবার, ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণঅধিকারের এমপি প্রার্থীর ওপর হামলা, যা বললেন রাশেদ খান

editor
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৬:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুরের বড়বাড়ী এলাকায় দুর্বৃত্তদের হামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও এমপি পদপ্রার্থী আব্দুর রহমান গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে প্রথমে বোর্ড বাজার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে পুলিশের সহায়তায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশীদ জানান, আব্দুর রহমান বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে।

এদিকে, গণঅধিকারের এমপি প্রার্থী আব্দুর রহমানের ওপর হামলার নিন্দা জানিয়ে ঘটনার বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান।

সকাল ৯টা ১৯ মিনিটে দেওয়া ওই পোস্টে রাশেদ খান বলেন, ‘শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমানের ওপর গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অতর্কিত হামলা। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেরার পথে টার্গেট করে তার ওপর এই হামলা করা হয়। অনতিবিলম্বে এই হামলার বিচার ও দোষীদের গ্রেফতার করতে হবে।’

এদিকে শ্রমিক অধিকার পরিষদ নেতা মাজেদুর রশীদ জানান, আব্দুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার নিজ বাসা গাজীপুরের বড়বাড়ী এলাকায় ফিরছিলেন। তিনি যখন বড়বাড়ী বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন তখন একটি গাড়িতে কয়েকজন দুর্বৃত্ত এসে আব্দুর রহমানকে ওঠানোর জন্য টানাহেচড়া করে। তাকে জোরপূর্বক শরীরের ওপরের অংশ গাড়িতে ওঠালেও পা উঠাতে পারেনি। এমতাবস্থায় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় দুর্বৃত্তরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং বলে, ‘তোর এমপি হওয়ার সাধ আজ মিটিয়ে দেবো। আজ তোর জীবনের শেষ দিন’। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সূত্র : যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।