করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০ হাজার নেতাকর্মী সহ বিএনপিতে যোগদান করেছেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ

editor
ডিসেম্বর ২৫, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপিতে যোগদান করেছেন এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপিতে যোগ দেন তিনি।

এর মধ্য দিয়ে কুমিল্লা উত্তর জেলা, চান্দিনা উপজেলা, পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮ হাজারেরও বেশি নেতাকর্মী এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন।

এর আগে তিনি নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ (চান্দিনা) এর রেদোয়ান আহমেদ কলেজ মিলনায়তনে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপি নেতাকর্মীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরী বৈঠক করেন। বৈঠকে সর্ব সম্মতিক্রমে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বিএনপিতে গ্রহণ করেন।

সন্ধ্যায় চান্দিনায় কর্মরত সাংবাদিকদের এসব তথ্য জানান বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

তিনি আরও জানান, তার নেতৃত্বে এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, একেএম শামসুল হক মাস্টার, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু তাহেরসহ সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের ১০ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

এদিকে বিএনপিতে যোগদানের পর তার নির্বাচনী এলাকা চান্দিনায় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণসহ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বুধবার বিকালে বিএনপি নেতা অধ্যক্ষ আবু তাহেরের নেতৃত্বে উপজেলা সদরে ধানের শীষ প্রতীক হাতে আনন্দ মিছিল বের করে তার নেতাকর্মীরা। মাধাইয়ায় বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কাশেমের নেতৃত্বে আনন্দ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মাধাইয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া জোয়াগ, মহিচাইল, নবাবপুরসহ বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল বের করে ড. রেদোয়ান আহমেদের নেতাকর্মী ও সমর্থকরা।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।