জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ আনুষ্ঠানিকভাবে সিলেট-১ আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। দলের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হকের পক্ষে এই মনোনয়ন সংগ্রহ করা হয়।
এই কর্মসূচিতে এনসিপির জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ: মোঃজুনায়েদ আহমদ: আহ্বায়ক, এনসিপি সিলেট জেলা, আফজাল মোঃ আব্দুর রহমান: আহ্বায়ক, এনসিপি সিলেট মহানগর
প্রকৌশলী কামরুল আরিফ: সদস্যসচিব, এনসিপি সিলেট জেলা, কিবরিয়া সারওয়ার : সদস্যসচিব, এনসিপি সিলেট মহানগর, নাজিম উদ্দিন শাহান: সিনিয়র যুগ্ম আহ্বায়ক
মুস্তাক আহমেদ: যুগ্ম সদস্য-সচিব, এনসিপি সিলেট মহানগর
সাইফুল ইসলাম: যুগ্ম আহ্বায়ক, এনসিপি সিলেট জেলা, সাদী জামালী: অর্থ সচিব, এনসিপি সিলেট জেলা, শোয়াইব আহমেদ: সদস্য, এনসিপি সিলেট জেলা।
এছাড়া জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ সিলেট-১ আসনে এনসিপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে দলীয় বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, মহান আল্লাহর ইচ্ছায় ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এনসিপি এই আসনে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করবে।
