করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-১ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ: এহতেশাম হকের সমর্থনে নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

editor
ডিসেম্বর ২৬, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ আনুষ্ঠানিকভাবে সিলেট-১ আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। দলের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হকের পক্ষে এই মনোনয়ন সংগ্রহ করা হয়।

এই কর্মসূচিতে এনসিপির জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ: মোঃজুনায়েদ আহমদ: আহ্বায়ক, এনসিপি সিলেট জেলা, আফজাল মোঃ আব্দুর রহমান: আহ্বায়ক, এনসিপি সিলেট মহানগর
প্রকৌশলী কামরুল আরিফ: সদস্যসচিব, এনসিপি সিলেট জেলা, কিবরিয়া সারওয়ার : সদস্যসচিব, এনসিপি সিলেট মহানগর, নাজিম উদ্দিন শাহান: সিনিয়র যুগ্ম আহ্বায়ক
মুস্তাক আহমেদ: যুগ্ম সদস্য-সচিব, এনসিপি সিলেট মহানগর
সাইফুল ইসলাম: যুগ্ম আহ্বায়ক, এনসিপি সিলেট জেলা, সাদী জামালী: অর্থ সচিব, এনসিপি সিলেট জেলা, শোয়াইব আহমেদ: সদস্য, এনসিপি সিলেট জেলা।
এছাড়া জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ সিলেট-১ আসনে এনসিপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে দলীয় বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, মহান আল্লাহর ইচ্ছায় ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এনসিপি এই আসনে কাঙ্ক্ষিত বিজয় অর্জন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।