করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে:মিয়া গোলাম পরওয়ার

editor
ডিসেম্বর ২৬, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘একটা কালো যুগ আমাদের পেছনে, একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে। যে সময় জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, ঠিক সেই সময় আমরা আবার একটি চক্রান্ত, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য।’

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রশিবিরের ভূমিকার কথা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে বিপ্লবে, যে সংগ্রামে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হলো, আমরা এই জাতি একটি মানবিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। এই সংগ্রামে ইসলামী ছাত্রশিবির ছিল দুঃসাহসী, নির্ভীক বিজয়ী বীর। অনেক আত্মত্যাগ, অনেক শাহাদত, রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি।’

গোলাম পরওয়ার বলেন, ‘ইসলামী ছাত্রশিবির তথা আধিপত্যবাদবিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাতে সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার নানা প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ফেলে দিতে চায়। কিন্তু জাতির কোনো মিথ্যাচার, কোনো প্রোপাগান্ডা কখনো বিশ্বাস করবে না। তারা জানে না ইসলামী ছাত্রশিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না।’

জামায়াত নেতা আরও বলেন, ‘ইসলামী ছাত্রশিবির সেই শক্তি, সেই প্রাণ- যে সত্তা দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে।’
সূত্র যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।