করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমরা অঙ্গীকারবদ্ধ— কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন হবে না: বিএনপি মহাসচিব

editor
ডিসেম্বর ২৮, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আমাদের নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছেন। দেশে প্রায় ৯৫ শতাংশ মানুষ মুসলিম, তাই আমরা অঙ্গীকারবদ্ধ— কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন হবে না।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম ও উলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশ বর্তমানে ক্রান্তিকাল সময় পার করছে। কিছুসংখ্যক মানুষ পেছন থেকে কাজ করে দেশের অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চলছে এবং আমাদের লক্ষ্য হবে সেটি যাতে সম্ভব না হয়।

মহাসচিব উল্লেখ করেন, এটি আমার শেষ নির্বাচন, আমাকে আপনারা সহযোগিতা করবেন। বেগম জিয়া ৬ বছর কারাগারে থাকার পর মুক্ত হয়েছেন। তিনি বর্তমানে অসুস্থ এবং হাসপাতালে আছেন, তার জন্য দোয়া করবেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।