করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকবইয়ে সই করলেন তিন উপদেষ্ঠা

editor
ডিসেম্বর ৩০, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তারা শোকবইয়ে স্বাক্ষর করেন। 

শোকবইয়ে স্বাক্ষরকারী উপদেষ্টারা হলেন—আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তারা একে একে শোকবইয়ে তাদের অনুভূতি লিপিবদ্ধ করেন এবং প্রয়াত নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় কার্যালয়ে শোকাতুর পরিবেশে তাদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উপদেষ্টারা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বিএনপির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল শোকবইয়ে স্বাক্ষর শেষে সংবাদমাধ্যমকে জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

এদিকে বিকেল থেকেই গুলশান কার্যালয়ে বিদেশি রাষ্ট্রদূত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ভিড় বাড়তে থাকে। তিন উপদেষ্টার আগমনের সময় কার্যালয়ে এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশ বিরাজ করছিল।

এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল সংসদ ভবন প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

সূত্র: আরটিভি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।