করাপশন টক
সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জীবনের বাকি সময় জনগণের খাদেম হয়ে বাঁচতে চাই: এটিএম আজহারুল ইসলাম

editor
অক্টোবর ৪, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে মৃত্যুর মুখ থেকে ফিরে আপনাদের কাছে এসেছি। জীবনের বাকি সময় জনগণের খাদেম হয়ে বাঁচতে চাই। জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করব।

শনিবার দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন জামায়াত শাখা আয়োজিত কাশিয়াবাড় বাজারের এক পথসভায় তিনি এ কথা বলেন।

এটিএম আজহার বলেন, ক্ষমতায় থাকাকালে হাসিনা দাম্ভিকতার সঙ্গে বলেছিলেন, দেশ নাকি তার বাবার। তিনি কখনো দেশ ছেড়ে পালান না। অথচ তাকেই দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে ভোট দিন। আপনাদের আমানতের খেয়ানত কখনো করব না।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।