দেশের নির্মাণ খাতে শানতুইয়ের যন্ত্রপাতি সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা দেবে এনার্জিপ্যাক
বিশ্বখ্যাত নির্মাণ সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান শানতুই কনস্ট্রাকশন মেশিনারি কোম্পানি লিমিটেডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রোমেকানিক্যাল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এ অংশীদারিত্বের ফলে দেশে শানতুই এর অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করবে এনার্জিপ্যাক।
সম্প্রতি, রাজধানী ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এনার্জিপ্যাক সেন্টারে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ এবং শানতুই কনস্ট্রাকশন মেশিনারি কোম্পানি লিমিটেডের দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক র্যাম্বো।
এই অংশীদারত্বের মাধ্যমে এনার্জিপ্যাক বাংলাদেশে শানতুইয়ের তৈরি বিভিন্ন নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রপাতি সরবরাহ করবে। এর মধ্যে রয়েছে এক্সকাভেটর, হুইল লোডার, ট্র্যাক লোডার, কোল্ড রিসাইক্লিং মেশিনসহ নানা ধরনের বিশেষায়িত নির্মাণ সরঞ্জাম।
এনার্জিপ্যাক তাদের উন্নত প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে। এর ফলে প্রকল্পগুলোর দীর্ঘমেয়াদি কার্যকারিতা বজায় রাখবে এবং যন্ত্রপাতির অচল সময় কমাতে সহায়তা করবে।
১৯৫২ সালে প্রতিষ্ঠিত শানতুই নির্মাণ যন্ত্রপাতির টেকসই গুণগত মান, নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রকৌশল নকশার জন্য বিশ্বজুড়ে পরিচিত। অন্যদিকে, এনার্জিপ্যাকের রয়েছে নির্মাণ যন্ত্রপাতি খাতে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা।
এই কৌশলগত সহযোগিতা বাংলাদেশের শিল্প উন্নয়ন ও বৃহৎ অবকাঠামো নির্মাণ প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, নির্মাণ ও অবকাঠামো খাতে একটি নির্ভরযোগ্য সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এনার্জিপ্যাকের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
