দুটি খারাপ খবরের পাশাপাশি দারুণ এক সুখবর শুনেছে ভারত। ২০২৬ সালের ‘হেনলি পাসপোর্ট সূচক’ অনুযায়ী ভারত এগিয়েছে ৫ ধাপ। তবে ইরান ও বলিভিয়া দেশটির নাগরিকদের দেওয়া ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করে নিয়েছে।
দেশটির গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর ভারত পাসপোর্ট র্যাংকে যেখানে ৮৫ নম্বরে ছিল, এখন তা কমে ৮০ নম্বরে উঠেছে। এটি আন্তর্জাতিক ভ্রমণে ভারতের নাগরিকদের সক্ষমতার আরও বাড়াবে।
তবে এই উন্নতির পাশাপাশি ভিসা-মুক্ত গন্তব্যের সংখ্যা কমেছে। ২০২৫ সালে ভারতীয় নাগরিকরা ৫৭টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারতেন। এবার কমেছে দুটি দেশের প্রবেশাধিকার।
ইরান এবং বলিভিয়া সম্প্রতি ভিসা নীতি পরিবর্তন করেছে। ইরানে ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদের এখন ভিসা বাধ্যতামূলক। ২০২৫ সালের নভেম্বরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিছু ভারতীয় নাগরিককে ভিসা-মুক্ত প্রবেশাধিকারের সুযোগ দিয়ে ইরানে নিয়ে গিয়ে প্রতারণা করা হয়েছে। তাদেরকে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করা হয়েছে। এর প্রেক্ষিতে ইরান সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা বাধ্যতামূলক করেছে। এখন যাত্রীদের ইরান যেতে বা ট্রানজিট করতে আগে ভিসার জন্য আবেদন করতে হবে।
এখন থেকে বলিভিয়ায় ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদের ই-ভিসা আবেদন করতে হবে। ই-ভিসা অনলাইনে আবেদন করতে হয়, ফর্ম পূরণ, প্রয়োজনীয় নথি আপলোড এবং ইলেকট্রনিক ফি প্রদান করতে হয়। অনুমোদিত ভিসা ডিজিটালি পাঠানো হয় এবং প্রবেশের সময় সঙ্গে রাখতে হয়।
২০২৫ সালেও বলিভিয়ায় ভারতীয় নাগরিকরা ‘ভিসা অন অ্যারাইভাল’-এর সুবিধা পেতেন, যা আগেই কোনো অনুমোদনের প্রয়োজন ছাড়া বিমানবন্দরে ফর্ম পূরণ ও ফি প্রদানের মাধ্যমে প্রায় ভিসা-মুক্ত প্রবেশের সমতুল্য ছিল। এই দুদেশের নতুন ভিসা নীতিতে আন্তর্জাতিক ভ্রমণে ভারতীয় নাগরিকদের ওপর বড় প্রভাব ফেলতে পারে।
