করাপশন টক
সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিআইজি, ঢাকা রেঞ্জ কর্তৃক বাংলাদেশ পুলিশ হকি দলকে ক্রীড়া সামগ্রী বিতরণ

editor
জানুয়ারি ১৯, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আজ সোমবার ১৯/০১/২০২৬ বিকাল ১৫:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ হকি দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি হকি দলের খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করার আহ্বান জানান। পাশাপাশি খেলাধুলার সার্বিক উন্নয়নে বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মোঃ সিদ্দিকুর রহমান অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স); মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা পুলিশ সুপার (ট্রাফিক ম্যানেজমেন্ট) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সহ অন্যান্য উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।