আজ সোমবার ১৯/০১/২০২৬ বিকাল ১৫:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ হকি দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি হকি দলের খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করার আহ্বান জানান। পাশাপাশি খেলাধুলার সার্বিক উন্নয়নে বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মোঃ সিদ্দিকুর রহমান অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স); মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা পুলিশ সুপার (ট্রাফিক ম্যানেজমেন্ট) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সহ অন্যান্য উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ।
