করাপশন টক
মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা জেলা পুলিশের উদ্যোগে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাচ পরিধান

editor
জানুয়ারি ১৯, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলায় কর্মরত ০৪ (চার) জন পুলিশ সদস্য তাঁদের মেধা, পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন।

পদোন্নতি উপলক্ষ্যে অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে ঢাকা জেলা পুলিশের তত্ত্বাবধানে এক আনুষ্ঠানিক র‌্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং মোঃ আব্দুল মান্নান (আরআই, ঢাকা জেলা) পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন পদমর্যাদার র‌্যাংক ব্যাচ পরিধান করিয়ে দেন।

এ সময় সম্মানিত পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনে আরও পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নব পদপ্রাপ্ত কর্মকর্তাগণ তাঁদের উপর অর্পিত নতুন দায়িত্ব সুচারুভাবে পালন করে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং জনগণের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।