করাপশন টক
মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসিকে হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর তথ্য প্রদান: পেশাদার প্রতারককে গ্রেফতার করলো সিআইডি

editor
জানুয়ারি ২০, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় প্রদান করে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবি করার অভিযোগে মো. শামিম ওসমান (২৯) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), সিআইডি।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শামীম ওসমান (২৯), পিতা- মো. শামসুল হক, মাতা- সুপেরা বেগম, সাং- গ্রাম- কিশোরপুর, পোস্ট- পাকুরিয়া, থানা- বাঘা, জেলা- রাজশাহী। সিপিসি’র সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস এর একটি বিশেষ আভিযানিক দল গত ১৯/০১/২০২৬ খ্রি. তারিখ সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. শামীম ওসমান (২৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রযোজ্য আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। ওই বার্তায় তিনি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে দাবি করেন যে, “রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না” এবং “আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না”। একইসঙ্গে তিনি জেলা প্রশাসকের নিকট মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে ০১ লক্ষ টাকা পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিপিসি, সিআইডিকে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিসি, সিআইডির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে প্রতারককে শনাক্ত করে।

গ্রেফতারকৃত শামিম ওসমানের বিরুদ্ধে পূর্বেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। শামিম ওসমানের অপরাধ বৃত্তান্ত পর্যালোচনা করে জানা যায় যে, সে একজন পেশাদার প্রতারক। ইতোপূর্বেও সরকারি নানান উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। এছাড়াও রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যমান থাকায় তাকে আইনগত প্রক্রিয়া অনুসরণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং গ্রেফতারকৃত ব্যক্তি অন্য কোনো উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা করেছে কি না সে বিষয় উদঘাটনে সাইবার পুলিশ সেন্টার, সিআইডির অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।