রাজধানীর মহাখালীর কড়াইল এলাকায় কড়াইলবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দোয়া মাহফিল শুরুর আগে এক পর্যায়ে হুজুর মঞ্চের সামনে এগিয়ে এলে বসার জন্য চেয়ার প্রয়োজন হয়। তখন তারেক রহমান নিজের ব্যবহৃত চেয়ারটি এগিয়ে দেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভিডিওটি শেয়ার করে অনেকেই তারেক রহমানের এই আচরণের প্রশংসা করেন। একজন মন্তব্য করেন, আলেমদের প্রতি তারেক রহমানের এই বিনয় ও শ্রদ্ধা প্রশংসনীয়। আরেকজন লেখেন, হুজুরদের সম্মান করলে মহান আল্লাহ সন্তুষ্ট হন, ইনশাআল্লাহ ভবিষ্যতে তারেক রহমান দেশের মানুষের জন্য ভালো কিছু করবেন।
দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান কড়াইলবাসীদের উদ্দেশে বলেন, বিএনপি রাজনীতি করে জনগণের জন্য। তিনি বলেন, অতীতে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা রক্ষা করার চেষ্টা করেছে। আল্লাহ সুযোগ দিলে ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে চান বলে জানান তিনি।
তিনি আরও বলেন, কড়াইল এলাকার আবাসন সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ করা হবে। যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, তাদের নামে রেজিস্ট্রেশন করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে। পাশাপাশি বস্তিবাসীদের সন্তানদের পড়ালেখার জন্য স্কুল ও খেলার মাঠের ব্যবস্থা করা হবে।
স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, কড়াইল এলাকায় হাসপাতাল ও ক্লিনিক নির্মাণ করা হবে, যাতে স্থানীয়রা সহজেই জরুরি চিকিৎসাসেবা পেতে পারেন।
দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সূত্র: যুগান্তর।
