করাপশন টক
বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসনাতকে সমর্থন জানিয়ে প্রার্থিতা তুলে নিলেন খেলাফতের প্রার্থী

editor
জানুয়ারি ২০, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোফাজ্জল হোসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মোফাজ্জল হোসেন।

তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে এবং এলাকার উন্নয়নের কথা বিবেচনা করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

মোফাজ্জল হোসেন বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, ভোটাররা বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন।

এদিকে খেলাফত মজলিস প্রার্থীর সরে দাঁড়ানোর ঘটনায় কুমিল্লা-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

এর আগে হাসনাতের প্রার্থিতা বাতিল চেয়ে ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী আবেদন করেছিলেন। তবে আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে হাসনাতের প্রার্থিতা বহাল রয়েছে।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।