করাপশন টক
বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অতীতের মত কর্মকাণ্ড থেকে পরিত্রাণ পেতে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে: ড. সাখাওয়াত হোসেন

editor
জানুয়ারি ২০, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

নৌপরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ অতীতের মতো যেন না হয়, সরকার যেন অতীতের মতো না চলে, সে জন্য অতীতের মত কর্মকাণ্ড থেকে পরিত্রাণ পেতে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে। বাংলাদেশের পরিবর্তন করতে হলে এটা জরুরি। গনভোটে হ্যাঁ সিল না দিলে আমরা আগের তিমিরেই ফিরে যাব।

মঙ্গলবার (২০জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে গণভোট প্রচার ও ভোটের উদ্ধুদ্ধকরণ বিষয়ক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে আর কখনও স্বৈরশাসন প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। জুলাই অভুত্থানে শহীদ প্রায় ১ হাজার ৪ শত ছাত্র জনতা ও পঙ্গুত্ববরণকারী ৩০ হাজার মানুষের আত্বত্যাগের সঙ্গে জাতি কোনভাবেই বেঈমানি করতে পারে না।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, অর্ন্তবর্তী সরকার কেবল একটি সঞ্চালকের ভূমিকা পালন করছে। একটি অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরই এ সরকারের মূল লক্ষ্য। শহীদদের আত্বত্যাগের যথাযথ মর্যাদা দিতে জুলাই সনদ বাস্তবায়ন অপরিহার্য।

উপদেষ্টা ড.সাখাওয়াত বলেন, গণভোট কোন রাজনৈতিক বিষয় নয়। এটি ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ গঠনের রুপরেখা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক না কেন,গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে তারা বাধ্য থাকবে।

এদিকে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের উপমহাদেশের যে রিলেশন, চীনের সঙ্গে যে রিলেশন-এটা একেক দেশে একেক রকম। যে কারনে আমরা যদি পরিকল্পনাও করি এখানে একটি রাস্তা বের করে চীন পর্যন্ত যাব সেটা হবে না। যেতে হলে আমাদের নেপাল অথবা ভূটান যেতে হবে। তবে নেপাল এবং ভুটান যদি পোর্ট ব্যবহার করতে চায় সে ক্ষেত্রে মোংলা পোর্টকে আমরা যুক্ত করতে পারি।

তিনি বলেন, স্থলবন্দর তো কাজ করছে, পাথর তো আসছে সেটা বন্ধ হয়নি। নেপাল ভুটান এমনকি ভারত থেকেও পাথর আসছে। যারা পাথরের ব্যবসা করেন তাদের জন্য কিছুই বন্ধ হয়নি। তবে যাত্রী যাতায়াত কমেছে। এটা শুধু এখানে নয়, সারা বাংলাদেশে কমেছে। এটার কারন হচ্ছে ভারত ভিসা দিচ্ছে না নানাবিধ কারণে। সে হিসেবে আমাদের এখানেও ভিসা বেশি দেয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, আশা করি ঠিক হয়ে যাবে। সামনে নির্বাচন হওয়ার পর যে নতুন সরকার আসবে সেই নতুন সরকারের সময় রিলেশনটা হয়তো আরো ভালো হবে।

পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সভাপতিত্বে মত বিনিময় সভায় পঞ্চগড় পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্ল্যাহ মোহাম্মদ কায়েসসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতা সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।