করাপশন টক
সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, প্রতি মাসে ২০ লক্ষাধিক টাকার রাষ্ট্রীয় সম্পদ সাশ্রয়

editor
অক্টোবর ২১, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন-এর নেতৃত্বে গতকাল কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের বাহেরচর ও রায়েরচর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এই অভিযানে মোট ৬টি অবৈধ শিল্প কারখানা ও ৩টি আবাসিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার ফলে রাষ্ট্রের মাসিক প্রায় ২০ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হবে।

অভিযানে কেরানীগঞ্জের মেঢাবিবি-২ এর আওতাধীন জিনজিরা শাখায় অবস্থিত ৫টি ওয়াশিং ও তার কারখানা এবং ১টি নির্মাণাধীন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। দুটি স্পটে পরিচালিত এই অভিযানে শিল্প কারখানার অবৈধ ব্যবহারের জন্য সর্বমোট ৯,১০০ ঘনফুট/ঘন্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে, বাহেরচর এলাকায় চারটি ওয়াশিং কারখানা (যার মধ্যে একটি হ্যাভেন ওয়াশিং নামে পরিচিত) এবং একটি তার কারখানায় অবৈধভাবে বয়লার, ড্রায়ার এবং তাপাই ভাট্টির মাধ্যমে বিপুল পরিমাণ গ্যাস ব্যবহার করা হচ্ছিল।

মোবাইল কোর্ট অভিযান চলাকালীন অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক সরঞ্জামও জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩/৪” বল ভালভ ০৫ টি, ১”+৩/৪” পাইপ প্রায় ১৮০ ফুট, ২” হোজ পাইপ প্রায় ১০ ফুট, মোটর ০৩ টি, বুস্টার/কমপ্রেসর ০৩ টি, বার বার্ণার ০৩ টি এবং পাইপ বার্ণার ০৪ টি। প্রতিটি কারখানার অবৈধ সার্ভিস লাইন সোর্স লাইন থেকে স্থায়ীভাবে কিলিং করা হয়েছে (বিচ্ছিন্ন করা হয়েছে), যাতে ভবিষ্যতে আর কোনো অবৈধ সংযোগ স্থাপন করা সম্ভব না হয়।

শিল্প কারখানার পাশাপাশি, জুয়াইল, রায়েরচর এলাকায় ০২ জন আবাসিক গ্রাহক অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহার করার কারণে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে প্লাস্টিক সিল স্থাপন করা হয়। একই স্পটে একটি অবৈধ কারখানার আঙ্গিনায় পাওয়া অপর ০১ জন অবৈধ আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কাপিং (Coupling) করা হয়।

এই সফল অভিযানের মাধ্যমে মাসিক মোট সাশ্রয়কৃত গ্যাসের পরিমাণ দাঁড়ায় ৬৮,৩৩৮ ঘনমিটার। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ ৮৪ হাজার ৩০৯ টাকা। এই বিপুল পরিমাণ গ্যাস সাশ্রয় জাতীয় জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট বিতরণ সংস্থা অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে দৃঢ় প্রতিজ্ঞ। অবৈধ গ্যাস ব্যবহার, বিশেষ করে শিল্প কারখানায় রাষ্ট্রীয় সম্পদ অপচয় রোধে এই ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে এবং আরও জোরালোভাবে চলমান থাকবে।প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।