করাপশন টক
বৃহস্পতিবার, ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক রুহুল আমিন গাজী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর: কাদের গনি চৌধুরী

editor
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজী সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি পিছপা হননি, সাহসিকতার সঙ্গে এগিয়ে গিয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বিএফইউজের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

কাদের গনি চৌধুরী বলেন, ‘রুহুল আমিন গাজী ছিলেন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিকতার প্রতীক। কোনো অপশক্তির কাছে তিনি মাথা নত করেননি। ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের প্রতিবাদ করায় তাকে কারাবরণ করতে হয়েছে। কিন্তু তবুও তিনি ন্যায়ের পক্ষে কথা বলতে কখনও পিছপা হননি।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি ছিলেন আপসহীন। তার দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে।’

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, ‘রুহুল আমিন গাজী ছিলেন সাংবাদিকদের জন্য একজন অনন্য নেতা। তাকে বিনা বিচারে কারাগারে রাখা হয়েছিল। তিনি ছিলেন নির্যাতিত সাংবাদিকদের প্রতিচ্ছবি। অনেকেই ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আপস করলেও তিনি তা করেননি।’
আবদুল হাই শিকদার বলেন, ‘গাজী ভাই ছিলেন মানবিক গুণসম্পন্ন ব্যক্তি। প্রতিকূল অবস্থায়ও সাহস হারাননি। সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন।
সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘তিনি কখনও অন্যায়ের সঙ্গে আপস করেননি। কলম ও কণ্ঠে সবসময় প্রতিবাদ করেছেন।’
বাকের হোসেন বলেন, ‘রুহুল আমিন গাজীর শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়। তিনি এমন এক সময়ে আমাদের ছেড়ে গেছেন, যখন তার নেতৃত্ব সবচেয়ে প্রয়োজন ছিল।’

সভায় স্মৃতিচারণ করে শহিদুল ইসলাম বলেন, ‘গাজী ভাই গণমাধ্যমে সাহসী ভূমিকা ও নেতৃত্ব রেখে গেছেন। তার গ্রহণযোগ্যতা ছিল সর্বমহলে। সাংবাদিকদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করেছেন।’
সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, ‘রুহুল আমিন গাজী ছিলেন স্বাধীন সাংবাদিকতার জন্য নিবেদিতপ্রাণ এক যোদ্ধা। তিনি সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে কথা বলেছেন, সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ করেছেন এবং একটি স্বাধীন ও নিরাপদ গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে চেষ্টা করেছেন।’
স্মরণসভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খুরশীদ আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক নেতা বাকের হোসেন, ড. মাহবুব হাসান, সরদার ফরিদ আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানী ও ইলিয়াস হোসেন, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন জামিল, সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেন, রফিক মোহাম্মদ, আবু বকর, দিদারুল আলম, শাহনাজ পলি, লাবিন রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।