করাপশন টক
বৃহস্পতিবার, ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে শিক্ষকের যে ভূমিকা সে ভূমিকা অন্য কারো নেই- বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম

editor
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর রাজধানীর কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রহমত উল্লাহ্‌’ র বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠান কলেজ অডিটোরিয়ামে ছাত্রী- শিক্ষক- অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্যন্ত আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এবং শিক্ষার্থী শিক্ষক তাদের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি ও গল্প তোলে ধরেন।
মো. রহমত উল্লাহ্‌ নরসিংদী জেলার সবুজ পাহাড় এলাকার শিবপুর উপজেলার ভেড়ামারা গ্রামে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫ বছর কর্মরত ছিলেন। কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে ১৬ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
বিদায়ী অধ্যক্ষের বক্তৃতায় তিনি বলেন, আজ আমার অত্যন্ত কষ্টের দিন এজন্যে যে, প্রতিদিন আমি জাতীয় সংগীত গাইতাম, শপথ করতাম মানুষের সেবা করবো, মানুষের কল্যাণ করবো। আত্ম সমালোচনায় তিনি বলেন, আমিতো প্রতিদিন মানুষের সেবা করতে পারতাম না, এটি আমাকে বেশি কষ্ট দিত। আমিতো প্রতিদিন শপথ ভঙ্গ করছি।
তিনি আরও বলেন, শিক্ষক অন্যকে শ্রেষ্ঠ করে তুলেন। এ সুযোগ সবার হাতে নেই শিক্ষক ছাড়া। শিক্ষকের উদ্দেশে তিনি বলেন, আপনারা শিক্ষার্থীদের ভালোবাসুন আগ্রহী করে তুলুন। শিক্ষার্থীদের চাবি দিয়ে দেন সে নিজে নিজে চলবে। আপনার একটা কথাই শিক্ষার্থীর জন্য চাবি হয়ে থাকবে।
সমাপনী বক্তৃতায় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, খুব কম মানুষ হয়, ব্যক্তিজীবন, কর্মজীবন, সামাজিক জীবন তিনটি জীবনই সফল। অধ্যক্ষের কর্মজীবনের সফলতার সাক্ষী তোমাদের চোখের পানি। যা হীরা জহরত সমান তুল্য।
তিনি বলেন, রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে শিক্ষকের যে ভূমিকা সে ভূমিকা অন্য কারো নেই। শিক্ষক মানুষ করার কারিগর। শ্রেষ্ঠ হতে হলে শিক্ষকের কাছেই পড়াশোনা করতে হয়। শিক্ষকই তা করে থাকেন। শিক্ষকের মূল্য অনেক। আগে সে মূল্য অনেক ছিল এখন কমে গেছে। সে ঐতিহ্য আমাদের ফিরিয়ে আনতে হবে।  শিক্ষক কোনো অন্যায় করেন না, অপরাধ করেন না।  আমি একজন মুক্তিযোদ্ধা আমার সমাজ ও রাষ্ট্রের জন্য দায়িত্ব আছে।  জীবনের সার্থকতা হলো সেবা করা। শিক্ষার্থীদের তিনি বলেন, তোমাদের যেমন পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব আছে  রাষ্ট্রের জন্যও সে দায়িত্ব থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিটিইউ পরিচালক আফরোজা পারভিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এইচ এম অলিউল্লাহ ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাজু আহমেদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।