করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইনকিলাব মঞ্চের ত্রিশ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার দাবি

editor
ডিসেম্বর ২৩, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা চেয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে এই দাবি জানানো হয়।

শাহবাগে অনুষ্ঠিত কর্মসূচিতে শহীদি শপথ গ্রহণের পর এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে শরিফ ওসমান হাদির বাণী জনসম্মুখে তুলে ধরতে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

এর আগে সোমবার তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। ওই দাবিগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাবের বলেন, এখনো তারা সুনির্দিষ্ট কোনো বার্তা পাননি।

তিন দফা দাবি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট— আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তায়, যারা পেশাদার ও নির্ভরযোগ্য, তাদের মাধ্যমে শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।’

ইনকিলাব মঞ্চ জানায়, ২৫ ডিসেম্বর— তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে তারা কোনো কর্মসূচি পালন করবে না।

তারেক রহমান তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন— এমন প্রত্যাশা জানিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা মনে করি, তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সঙ্গে তিনিও একাত্মতা পোষণ করবেন।’

এ ছাড়া ২৫ ডিসেম্বরের পর দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণার কথাও জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি বলেন, ‘আগামী ২৫ তারিখের পরে আমরা বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।