করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, জরিমানা আদায়

editor
ডিসেম্বর ২৪, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২২ ডিসেম্বর (সোমবার) ২০২৫ তারিখে মোঃ তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ- বন্দর আওতাধীন আনোয়ার সুপার মার্কেট, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, মক্কা-মদিনা হোটেল, নিরিবিলি হোটেল ও বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট সংযোগ বিচ্ছিন্নসহ জি,আই পাইপ ৪০ ফুট, এম এস পাইপ ৪৫ ফুট, রেগুলেটর ০৪ টি, হোস পাইপ -৮০ ফুট, ভাল্ব -০১ টি জব্দ/অপসারণ করা হয়েছে। এ সময় হোটেল মালিকের কাছ থেকে মোট ৬৫,০০০/- (পয়সট্রি হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

একই দিনে, মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ আওতাধীন শহীদনগর, মাতুয়াইল মেডিকেল, ফতুল্লা, আদর্শনগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ফার্মের মোড়, কোনাপাড়া, মাতুয়াইল, ডেমরা, মেন্দিবাড়ি, কোনাপাড়া, ডেমরা এলাকার ৪টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, সিফাত মোরব্বা ঘর, হারুন মোরব্বা ঘর ও মেসার্স জোবায়ের মোল্ডিং সংযোগ বিচ্ছিন্নসহ জিআই পাইপ- ৬৫ ফুট, আবাসিক বার্নার- ২টি, এমএস পাইপ- ৫০ফুট, জিআই পাইপ- ৫০ ফুট, স্টার বার্নার ৪ টি, হোস পাইপ- ৫০ফুট, বার্নার ১ টি জব্দ/অপসারণ করা হয়েছে। এ সময় সিফাত মোরব্বা ঘর ও হারুন মোরব্বা ঘর নামক প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ-আশুলিয়া আওতাধীন বাইপাইল, পশ্চিম পাড়া, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, বকেয়াজনিত ০৪ টি, অতিরিক্ত চুলা ব্যবহারজনিত ০৬ টি রাইজার ও বিল বইবিহীন: ০৭ টি সহ মোট ১৭টি সংযোগের মোট ২৮৪ টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ রেগুলেটর ১৪টি জব্দ/অপসারণ করা হয়েছে। উক্ত অনুমোদন অতিরিক্ত চুলা এবং অবৈধ সংযোগের কারণে মাসিক ৩,০২,৪০০/- টাকার রাজস্ব ফাঁকি দেয়া হতো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।