করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিআইডি ও টিকা (TİKA) ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

editor
ডিসেম্বর ২৪, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

আজ বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫, ঢাকাস্থ সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সঙ্গে টিকা (Turkish Cooperation and Coordination Agency – TİKA, Dhaka) একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সিআইডি ও টিকা ঢাকার প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে সক্ষমতা বৃদ্ধি, ফরেনসিক তদন্ত, সাইবার নিরাপত্তা, ডিজিটাল অপরাধ দমন, প্রশিক্ষণ ও প্রকল্পভিত্তিক সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় সিআইডির ফরেনসিক শাখার সক্ষমতা উন্নয়ন, ডিজিটাল ফরেনসিক ও সাইবার অপরাধ তদন্তে আধুনিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ ক্ষেত্রে সিআইডি এবং তুরস্ক সরকারের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচির সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

সভায় সাইবার নিরাপত্তাকে একটি উদীয়মান চ্যালেঞ্জ হিসেবে মোকাবিলায় সিআইডি কর্মকর্তাদের বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি যৌথ চাহিদা মূল্যায়নের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্র চিহ্নিত করে ভবিষ্যতে প্রকল্প প্রস্তাবনা ও সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

উভয় পক্ষ দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার, জ্ঞান বিনিময় এবং বাংলাদেশ এবং তুরস্কের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। সভা শেষে ভবিষ্যৎ সহযোগিতা বাস্তবায়নে ধারাবাহিক সমন্বয় সভা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও টিকা ঢাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন Mr. Muhammed Ali Armağan, Mr. Nurullah এবং Embassy of the Republic of Turkey এর Mr. Bora Taşdelen।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।