করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত

editor
ডিসেম্বর ২৪, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২৪ ডিসেম্বরঃ- আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর হকি মাঠে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ পর্যন্ত উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ তারিকুল ইসলাম, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। চূড়ান্ত খেলায় বাংলাদেশ বিমান বাহিনী হকি দল ৪-৩ গোলে বাংলাদেশ নৌবাহিনী হকি দলকে পরাজিত করে আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ নৌবাহিনী হকি দলের পিও (মিউজিক) আশরাফুল প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় বিবেচিত হন।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে চীফ কনসালটেন্ট জেনারেল (সিসিজি) মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল ভূঞা, এনডিসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী দল অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।