করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাডার অপারেটর সিনিয়র ট্রেড কোর্স (এসটিসি-৩৩) এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান

editor
ডিসেম্বর ২৪, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার কন্ট্রোলার ট্রেনিং ইউনিট এর র‌্যাডার অপারেটর সিনিয়র ট্রেড কোর্স (এসটিসি-৩৩) এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত ১৭ ডিসেম্বর ২৫ তারিখে ফাইটার কন্ট্রোলার ট্রেনিং ইউনিট-এ অনুষ্ঠিত হয়। বাবিবা স্টেশন শমশেরনগর এর স্টেশন কমান্ডার এয়ার কমডোর মো: আব্বাস আলী, জিইউপি, বিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট পদবির প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য অভিনন্দন জানান এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান পেশাগত জীবনে প্রয়োগের আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে ফাইটার কন্ট্রোলার ট্রেনিং ইউনিট-এর অধিনায়কসহ সকল কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ এবং বাবিবা স্টেশন শমশেরনগর এর আমন্ত্রিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।