করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া মনোনয়ন ফরম জমা দিয়েছেন

editor
ডিসেম্বর ২৯, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের কাছে হবিগঞ্জ-১ আসনে নিজের মনোনয়ন জমা দেন ড. রেজা কিবরিয়া। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

রেজা কিবরিয়া সাংবাদিকদের বলেন, এবার সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জনগণ। দীর্ঘদিন পর ভোট দেওয়ার জন্য সবাই অধীর আগ্রহে আছে। আমরা সারা দেশের আসন নিয়ে খুব আশাবাদী। জনগণ যদি ঠিকমতো ভোট দিতে পারে তাহলে হবিগঞ্জ-১ আসনেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।

তিনি বলেন, আমি মনে করি, এবার দীর্ঘদিন পর মানুষের প্রত্যাশা পূরণ হবে। ইনশাআল্লাহ বিএনপি এবার সরকার গঠন করবে। প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে এবারের নির্বাচন সম্পন্ন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।