করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা -১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা

editor
ডিসেম্বর ২৯, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জামায়াতে আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে এসব মনোনয়নপত্র হস্তান্তর করা হয়।

এ সময় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানান, জোটগতভাবে নির্বাচন করা হলেও প্রতিটি শরিক দল নিজস্ব প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকবে। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১০টি রাজনৈতিক দল আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে এবং খুব শিগগিরই আরও একটি দল এই জোটে যুক্ত হতে পারে।

পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।