করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চালের দাম বাড়ার শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

editor
জানুয়ারি ৪, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দেশে বর্তমানে সরকারি খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে অন্তবর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ অবস্থায় আপাতত চালের দাম বাড়ার কোনো শঙ্কা দেখছেন না তিনি।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় খাদ্য সচিব ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য উপদেষ্টা জানান, দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। সরকারি খাদ্য গুদামে বর্তমানে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এরমধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান মজুত রয়েছে।

দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খাদ্য পরিস্থিতির উপরে পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান রয়েছে।

ভারত থেকে চাল আমদানির বিষয়ে আলী ইমাম মজুমদার বলেন, দেশটি থেকে চাল আমদানি স্বাভাবিক প্রক্রিয়াতেই হচ্ছে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয় এবং সরকার বিষয়টিকে পুরোপুরি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখছে।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।