অদ্য ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS)- এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠান ও BCASPS-এর ওয়েবসাইট www.bcasps.org উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার বিষয়ক গবেষণায় নিবেদিত স্বাধীন থিঙ্ক ট্যাংক (Think Tank) হিসেবে BCASPS- এর যাত্রা শুরুর বিষয়ে দৃঢ় আস্থা ও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, কার্যকরভাবে আকাশসীমা নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার মৌলিক ভিত্তি। এই পরিবর্তনশীল কৌশলগত পরিবেশে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন স্বার্থ সুরক্ষার জন্য বিমান ও মহাকাশ— উভয় ক্ষেত্র সম্পর্কেই একটি সমন্বিত ও সুস্পষ্ট ধারণা গড়ে তোলা অত্যাবশ্যক।
অনুষ্ঠানে BCASPS-এর ভিশন: “বাংলাদেশের জাতীয় স্বার্থের সহায়তায় এবং বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিমান ও মহাকাশ শক্তি বিষয়ে জাতীয় সচেতনতা গড়ে তোলা এবং নীতিনির্ধারণে পরামর্শ প্রদানকারী একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া” তুলে ধরা হয়। BCASPS প্রতিষ্ঠা একটি সময়োপযোগী ও ভবিষ্যতমুখী উদ্যোগের প্রতিফলন, যা জাতীয় নিরাপত্তা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার বিষয়ে বাংলাদেশের কৌশলগত ও বুদ্ধিবৃত্তিক সম্পৃক্ততার ক্ষেত্রে একটি উল্লেখ্যযোগ্য মাইলফলক।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক অধ্যাপক শাহাব এনাম খান “Modernizing Airpower in a Changing Indo-Pacific: Strategic Rationale, Technological Shifts, and National Security Implications for Bangladesh” শীর্ষক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ, AAUB এর ভাইস চ্যান্সেলর, FSDS ও OCPASS এর Chairman, BIMRAD এর ডিজি, একাডেমিসিয়ান এবং গবেষকগণ, BCASPS এর গভর্নিং বডির সদস্যবৃন্দসহ আমন্ত্রিত ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
