করাপশন টক
রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আত্মগোপনে থাকা পুলিশ অফিসারদের শাস্তির মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

editor
জানুয়ারি ১৮, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত ৫ আগস্টের পরে বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে কয়েকজন অফিসার আত্মগোপনে চলে গেছেন। তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। বেআইনি অস্ত্র উদ্ধারে পুলিশ বাহিনী কাজ করছে। ৫ আগস্ট পুলিশ বাহিনীর কাছে থেকে যেসব অস্ত্র হারিয়েছে, সেগুলো যাতে নির্বাচনে কোনো সন্ত্রাসী ব্যবহার করতে না পারে সেদিকে কঠোর লক্ষ্য রাখা হচ্ছে।

রোববার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সততা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দেড় লক্ষাধিক পুলিশ সদস্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, পুলিশের কাছে জাতির প্রত্যাশা অনেক বেশি। আপনারা সততা ও অনুষ্ঠানের সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন। বাংলাদেশ পুলিশ কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষকও নয়। পুলিশ বাহিনী জনগণের বেতনভুক্ত কর্মচারী এবং জনগণের সেবাই তাদের মূল দায়িত্ব। কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো প্রকার অবৈধ সুযোগ গ্রহণ করবেন না। এমনকি দায়িত্ব পালনে প্রার্থী বা তাদের কোনো প্রকার প্রতিনিধির কাছে খাবারও গ্রহণ করবেন না। কেন্দ্রে কোনোরকম বিশৃঙ্খলা হলে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের পরামর্শ নিয়ে সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান প্রক্রিয়া। এই প্রক্রিয়া সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং নির্বাচন কেন্দ্রিক যেকোনো ধরনের অনিয়ম ও সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোন রাজনৈতিক চাপে নতি স্বীকার না করে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। পুলিশ বাহিনীকে হতে হবে জনগণের আস্থার প্রতীক। আইন প্রয়োগের ক্ষেত্রে পেশাদারিত্ব, মানবিকতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুললেই একটি আত্মবিশ্বাসী পুলিশ বাহিনী প্রতিষ্ঠা সম্ভব।

প্রশিক্ষণে সামগ্রিক শ্রেষ্ঠত্ব অর্জন করে বেস্ট প্রবেশনার নির্বাচিত হন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড অর্জন করেন মো. মেহেদী আরিফ, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড পান মো. সজীব হোসেন, বেস্ট হর্সম্যানশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন মোসলেহ উদ্দীন আহমেদ এবং বেস্ট শুটার নির্বাচিত হন সালমান ফারুক।

জানা যায়, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী আজকের কুচকাওয়াজের মধ্য দিয়ে কর্মজীবনে প্রবেশ করবেন। কুচকাওয়াজে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৮৭ জন ছাড়াও ২৮তম বিসিএসের একজন, ৩৫তম বিসিএসের তিনজন, ৩৬তম বিসিএসের একজন, ৩৭তম বিসিএসের ২ জন এবং ৪০তম বিসিএসের ২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইজিপি বাহারুল আলম, সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) নাসিমুল গণি, পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি তওফিক মাহবুব চৌধুরী। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।