করাপশন টক
বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় উচ্ছেদ অভিযানে ২১ শতক রেলভূমি উদ্ধার

editor
জানুয়ারি ২১, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ২১ শতক জমি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) লালমনিরহাটের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো: মনজুর হোসেন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সরকারী আজিজুল হক কলেজ ও বগুড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মালগ্রাম, সূত্রাপুর মৌজার ২৬টি স্থাপনা উচ্ছেদ করে এসব জমি উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। উক্ত অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।