করাপশন টক
বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গার্ডিয়ানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেলেন শেখ রকিবুল করিম

editor
জানুয়ারি ২১, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

[ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬] গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ রকিবুল করিম, এফসিএ। গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন পাওয়ার পরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন ।

এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। গার্ডিয়ানের প্রবৃদ্ধি, সুশাসন ও গ্রাহককেন্দ্রিক কৌশল প্রণয়নে তার অবদানের স্বীকৃতি স্বরূপ পরিচালনা পর্ষদ শেখ রকিবুল করিম, এফসিএ -এর ওপর এ দায়িত্ব অর্পণ করে।

২০১৯ সালে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দেন শেখ রকিবুল করিম। পরবর্তীতে, তিনি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পালন করেন। তার কর্মকালীন সময়ে গার্ডিয়ানের কমপ্লায়েন্স ও করপোরেট গভর্নেন্স আরও সুদৃঢ় হয়েছে। তিনি প্রতিষ্ঠানের কাজের ধরণ ও গ্রাহক সেবাকে ডিজিটাল রূপ দিয়েছেন। তার নেতৃত্বে গ্রাহকসংখ্যা বেড়ে ১ কোটি ২৮ লাখ-এ উন্নীত হওয়ার পাশাপাশি ব্যাংকাস্যুরেন্স, ডিজিটাল ও মাইক্রোইন্স্যুরেন্স খাতে প্রতিষ্ঠানটি শক্ত অবস্থান তৈরি করেছে।

গার্ডিয়ানে যোগদানের আগে তিনি কেপিএমজি বাংলাদেশের অডিট অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস এ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি গ্রামীণফোন ও বাংলালিংকে শীর্ষস্থানীয় বিভিন্ন পদে কাজ করেছেন।

উল্লেখ্য, তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো সদস্য। কৌশলগত দৃষ্টিভঙ্গি ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের জন্য তিনি সুপরিচিত।

শেখ রকিবুল করিম এর নতুন এ দায়িত্বের মাধ্যমে বাংলাদেশজুড়ে উদ্ভাবন জোরদার হবে এবং আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণ ঘটবে। এছাড়া, তিনি গ্রাহক ও অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবেন বলে মনে করে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।