করাপশন টক
বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারঃ গ্রেফতার ৪

editor
জানুয়ারি ২১, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২১ জানুয়ারি ২০২৬ (বুধবার): গতকাল মধ্যরাত হতে আজ সকাল পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিট কর্তৃক সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর এবং সুনামগঞ্জ সদর উপজেলায় সমন্বিতভাবে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৪ জন চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারের পাশাপাশি ২টি বিদেশী পিস্তল, ৪টি .২২ রাইফেল, ৪টি পাইপ গান, ১টি স্টান গান, ৬ রাউন্ড বিদেশী কার্তুজ, ১ রাউন্ড শর্টগান কার্তুজ, ৮০টি দেশীয় সাউন্ড বোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ১৫০০ লিটার দেশীয় মদ, ২০ বোতল বিদেশী মদ, ১১.৩ কেজি গাঁজা এবং ৪৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।