করাপশন টক
বুধবার, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জের শিল্পপ্লট বরাদ্দ প্রদান

editor
জানুয়ারি ২৮, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্পপার্ক সিরাজগঞ্জের শিল্প প্লট বরাদ্দের সভা তেজগাঁওস্থ বিসিক ভবনে ২৮ জানুয়ারি রোজ বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে শিল্প মালিকদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।

বিসিক শিল্পপার্ক, সিরাজগঞ্জ এর ৪৫ হাজার বর্গফুট প্লট বরাদ্দপ্রাপ্ত উদ্যোক্তাদের অবহিতকরণের জন্য এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় শিল্পনগরী ও সমন্বয় শাখার মহাব্যবস্থাপক জি,এম, রব্বানী তালুকদার বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জের প্লটের সুবিধা-অসুবিধা আইনকানুন, বরাদ্দকৃত প্লটে শিল্প স্থাপনের সময়সীমা, প্লট হস্তান্তর সম্পর্কে অবহিত করেন।
বিসিক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্লট বরাদ্দপ্রাপ্ত সভায় ১৯টি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে ৩৭টি প্লট বরাদ্দের অনুমোদন প্রদান করা হয়েছে। এ পর্যন্ত বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জের মোট ১৩০টি প্রতিষ্ঠানের অনুকূলে ২৬৪টি প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে।

রেমো কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান, বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জের দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।
জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর ড. আমিনুল ইসলাম বলেন, শিল্প স্থাপনে গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে উৎপাদন খরচ কমানো সম্ভব। এছাড়াও ভোলা থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহের জন্য তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে বিসিকের যোগাযোগ বৃদ্ধির অনুরোধ করেন।
উল্লেখ্য ৪০০ একর জমির উপর গড়ে উঠা বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জে মোট বরাদ্দযোগ্য জমির পরিমাণ-২৭৫ একর। যেখানে ৮২৯টি শিল্প প্লট রয়েছে। যার মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের জন্য বরাদ্দযোগ্য জমির পরিমান-৯৫ একর (প্লট সংখ্যা-২৭৯টি)। শিল্প প্লট বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো এগ্রোলিড বিডি লিমিটেড, সি আই টি ফার্মাসিউটিক্যালস, আলো জেনেটিক্স লি., থ্রী এস এগ্রো সার্ভিসেস লিমিটেড, মিলন ফুড এন্ড বেভারেজস, পপুলার প্লাষ্টিক লিমিটেড, আর আর টেক্সটাইল উইভিং নিটিং এন্ড কম্পোজিট গার্মেন্টস, রয়েল এগ্রোভেট, ন্যাশনাল ইলেকট্রিক (বিডি) লিমিটেড, এনইবিএল এগ্রো লিমিটেড, আর ডি গ্লোবাল লিমিটেড, রেমো কেমিক্যালস লিমিটেড, সৈয়দ প্লাস্টিক, এম এন্ড এইচ স্পিনিং মিল, আরব নন ওভেন ব্যাগ এন্ড ফেব্রিক্স, মেসার্স এস ফিড ইন্ডাস্ট্রিজ, হলি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস, মেসার্স হলী এগ্রো ফুড প্রসেসিং এন্ড প্যাকেজিং, বড়শিমুল পঞ্চসোনা তালুকদার কোম্পানী লিঃ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।