“বিদেশি আধিপত্য নয়, দীপ্ত হোক আমাদের বাংলাদেশি সংস্কৃতি”—এ কথা উল্লেখ করে জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের চেয়ারম্যান, মানবতন্ত্র প্রবর্তক, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন, “একটি জাতি যদি নিজের ইতিহাস ভুলে যায়, যদি নিজের সংস্কৃতিকে অস্বীকার করে, তবে সে অন্য আধিপত্যবাদী সংস্কৃতির কাছে দুর্বল হয়ে পড়ে। জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে আমরা এই সত্য উপলব্ধি করেছি। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ—আমাদের ইতিহাস আমরা নিজেরাই লিখব, আমাদের সংস্কৃতি আমরা নিজেরাই উদযাপন করব। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হবে নতুন বাংলাদেশের শক্তির মূলভিত্তি।”
২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় জাতীয় মানবাধিকার সোসাইটির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী লেখক এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কবি আসাদ কাজল, কবি তৌহিদুল ইসলাম কনক, কবি রলি আক্তার, মানবাধিকারকর্মী মো. মনির হোসেন, মোহাম্মদ নাজমুল হাসান মিলন প্রমুখ উল্লেখযোগ্য।
এ সময় কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “আমরা শিল্পকলা একাডেমিকে শক্তিশালী করব। জুলাই চেতনা মাথায় রেখে একাডেমিকে নতুনভাবে ঢেলে সাজানো হবে।” (প্রেস বিজ্ঞপ্তি)