করাপশন টক
সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আল মামুন গ্রেফতার পুলিশ সদস্যদের খোঁজ-খবর নিলেন

editor
অক্টোবর ১৬, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার পুলিশ সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হাজতখানা থেকে কারাগারে নেওয়ার পথে গ্রেফতার পুলিশ সদস্যদের সঙ্গে দেখা হলে তিনি তাদের প্রশ্ন করেন, ‘কেমন আছো তোমরা’।

হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার পর থেকেই অনেকটা আলাদা রাখা হচ্ছে তাকে। মিশতে দেওয়া হয় না কারও সঙ্গে। এমনকি ট্রাইব্যুনালে আনা-নেওয়ার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বৃহস্পতিবার হাসিনার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। যেখানে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা চাইলেও রাজসাক্ষী মামুনের ভার ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেন। তাই এদিন অনেকটাই নির্ভার দেখা যায় সাবেক আইজিপি মামুনকে।

এদিন হাজতখানা থেকে কারাগারে নেওয়ার পথে সাবেক এই আইজিপি নিজের অধীনস্থ অনেক পুলিশ অফিসারকে হাজতখানায় বসে থাকতে দেখেন।

তারা সবাই আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামি। এ সময় তাদের উদ্দেশ্য করে সাবেক আইজিপি মামুন বলেন, ‘কেমন আছো তোমরা?’। পরে সবাই এক সুরে সাবেক এ আইজিপিকে বলেন, ‘ভালো আছি স্যার।’

ওই সময় তিনি আরও জিজ্ঞেস করেন, ‘কে কোন কারাগারে আছো?’। আবারও সবাই হাসিমুখেই উত্তর দিলে সাবেক আইজিপি বলেন, ‘সবাই দোয়া কইরো। শরীরটা ভালো যাচ্ছে না’। তারও এই আইজিপির কাছে দোয়া চান।

জুলাই আন্দোলনের সময় পুলিশের আইজিপি ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।