করাপশন টক
সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

editor
অক্টোবর ২০, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৯ অক্টোবর (রবিবার) ২০২৫ তারিখে জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ -৫ আওতাধীন কামরাঙ্গীরচর, ঢাকা এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ০৪টি খানাডুলি কারখানা ও ০৩টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ ও বকেয়ার কারণে মোট ৪৫টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ প্রায় ১০০ ফিট জিআই পাইপ, ২০ ফিট এমএস পাইপ, ১৫ ফিট ক্যাবল ও ০১ টি অবৈধ রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়েছে।

একই দিনে, জনাব মোঃ তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ -বন্দর আওতাধীন আন্দিরপাড় (নাজিম উদ্দিন ভূঁইয়া কলেজ থেকে ৪০০মিটার সামনে), বোস্তল হাইওয়ে রোড, বন্দর, নয়াবাজার, মিরেরটেক, সোনারগাঁও ও কেওডালা, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ০২টি চুন ফ্যাক্টরি ও আনুমানিক ৫০০ ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় এম এস পাইপ ৮৫০ ফুট (প্রায়), হোস পাইপ ২৭০ফুট (প্রায়), ২” ভাল্ব-১টি, বেলচা-৯টি, ১/২” বল ভাল্ব-১০টি, হেভী ডিউটি ইন্ডাস্ট্রিয়াল ফ্যান-১টি অপসারণ/জব্দ করা হয়েছে। অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে। চুনের সকল ভাট্টি এক্সাকেভেটর ও ফায়ার সার্ভিস এর সহযোগীতায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ- সাভার -এর বিশেষ ব্যবস্থাপনায় ভারটেক্স ওয়্যার ইন্ডা: সংলগ্ন, তেঁতুলঝোড়া বাজার, রাজফুলবাড়ীয়া, হেমায়েতপুর, সাভার এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, এ জে গ্রুপের মেসার্স পলো কম্পোজিট ( গ্র. সং -৮৩৮০০০৪০৪ ) ও জনাব আইয়ুব আলী (গ্রা: সংকেত-১৩৮০৪২৮৭৯) আবাসিক রাইজার হতে অবৈধভাবে বাণিজ্যিক কাজে গ্যাস ব্যবহার কারণে সংযোগ বিচ্ছিন্ন, জনাব মহসীন উদ্দিন (গ্রা: সংকেত-১৩৮০৫৩৮৯৭) এর অনুমোদিত ০৮ডাবল চুলার মধ্যে ০১ডাবল ভারটেক্স ওয়্যার ইন্ডাস্ট্রির কর্মচারীদের খাবার ক্যান্টিনে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন, জনাব ওবায়দুল ইসলাম (গ্রা: সংকেত-১৩৮০২১৫৯৪) এর অনুমোদিত ১১ডাবল চুলার মধ্যে ০৩ডাবল বাণিজ্যিক খাবার হোটেলে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় বিচ্ছিন্ন, জনাব আব্দুল জলিল (গ্রা: সংকেত-১৩৮০২০০৫০) এর রাইজার হতে বাণিজ্যিক খাবার হোটেলে ২৫ঘনফুট/ঘণ্টা ক্ষমতা সম্পন্ন ০৩টি স্টার বার্নারে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় বিচ্ছিন্ন। এছাড়াও ৩/৪” বিতরণ লাইন অপসারণ করত সম্পূর্ণ অবৈধ ০৬টি আবাসিক বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, ৩/৪ ইঞ্চি ডায়া ৫০ ফুট এমএস পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।