অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে সিআইডি সদর দপ্তর, মালিবাগ, ঢাকায় সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রতিনিধি দলের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। যেখানে সিআইডি পক্ষের নেতৃত্ব দেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়। অপরদিকে, মার্কিন প্রতিনিধি দলে ছিলেন এফবিআই-এর সহকারী লিগ্যাল অ্যাটাশে জনাব রবার্ট ক্যামেরন (Mr. Robert Cameron), জনাব কেসি ফারেল (Mr. Casey Farrell), এফবিআই প্রশাসনিক বিশেষজ্ঞ মিস সুশান ফিনবি (Ms. Susan Finby) এবং আইন প্রয়োগ বিশেষজ্ঞ জনাব মো. আমিনুল ইসলাম (Mr. Md. Aminul Islam)।
সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় আর্থিক অপরাধ, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং ভবিষ্যতে যৌথ কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় অপরাধ দমনে প্রযুক্তি ব্যবহার, তথ্য বিনিময় এবং প্রশিক্ষণসহ বহুমুখী সহযোগিতার ক্ষেত্র নিয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষই অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করেন এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধ ও ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সভায় সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।