পূজায় সারা দিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন। তাতে দরদর করে ঘামও ঝরবে। আর ঘাম হলেই সাধের মেকআপ একেবারে গলে পানি হয়ে যাবে। আর পূজার সময় পরিপাটি করে সাজার পর মেকআপ যদি গলতে শুরু করে, তাহলে সাজটাই মাটি হবে। সে কারণে নিতে হবে বাড়তি যত্ন। তাই রূপটান এমন হতে হবে, যা দীর্ঘ সময় টিকবে এবং বেশি ঘামও হবে না। সে জন্য আপনি ‘ম্যাট মেকআপ’ করে দেখতে পারেন।
কারণ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ— তারকাদের পছন্দ এমন মেকআপ। পূজায় আপনিও যদি তারকাদের মতো নজর কাড়তে চান, তাহলে শিখে নিন সহজ কয়েকটি কৌশল, যা দীপিকা পাড়ুকোন করে থাকেন।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন পূজায় নিজেকে সাজিয়ে তোলেন—
আইস ফেশিয়াল: মেকআপের আগে বরফ ঘষে নিন কিংবা বরফপানি দিয়ে মুখ ধুয়ে নিন। তাতে ঘাম কমে যাবে এবং ত্বকের ছিদ্রগুলো সঙ্কুচিত হয়ে টান টান থাকবে। ভারি মেকআপের বদলে ন্যাচারাল লুক বেছে নিন। আর দুপুরে বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবে করবেন না।
ক্লিনজিং ও প্রাইমার: এবার মেকআপের জন্য ত্বককে তৈরি করতে হবে। প্রথমে একটি ভালো ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। কারণ এতে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হবে না। কিছুক্ষণ থাকার পর ম্যাটিফাইং প্রাইমার ব্যবহার করুন। ত্বকের টি-জোনে অর্থাৎ কপাল, নাক ও থুতনিতে ভালো করে প্রাইমার লাগিয়ে নিন। কারণ ওই অংশগুলোই বেশি তেলতেলে থাকে।
ম্যাট ফাউন্ডেশন: ভারি ফাউন্ডেশন এড়িয়ে হালকা বেস ব্যবহার করা ভালো। সে কারণে ওয়াটার-বেসড লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করুন।
ম্যাট কনসিলার: আপনার ত্বকে যদি দাগছোপ বেশি থাকে, তাহলে ম্যাট কনসিলার ব্যবহার করুন। আপনার ত্বকের রঙের চেয়ে এক শেড হালকা কনসিলার ব্যবহার করা ভালো। এতে চোখের নিচে ও দাগের ওপর অল্প করে লাগিয়ে আঙুল দিয়ে বা স্পঞ্জ দিয়ে ভালো করে মিশিয়ে দিন।
পাউডার: ম্যাট মেকআপের জন্য ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার কিংবা ম্যাট ফিনিশ পাউডার ব্যবহার করুন। আর ব্রাশ দিয়ে পাউডার মুখে আলতোভাবে বুলিয়ে নিন। বিশেষ করে টি-জোন ও চোখের নিচের অংশে ভালো করে মেখে নিন।
চোখের সাজ: কাজল, আইলাইনার, আইশ্যাডো ও মাশকরা— চোখের সব সাজ যেন স্মাজ-প্রুফ হয়। চোখের মেকআপ যেন সহজে ঘেঁটে না যায়। কাজল পরার আগে চোখের পাশের অংশে ভালো করে সিসি ক্রিম লাগিয়ে নিন। এগুলো চোখের চারপাশের অতিরিক্ত তেল ও আর্দ্রতা শুষে নেয়। সে কারণে কাজল পরার আগে চোখে কমপ্যাক্টের পাফ বুলিয়ে নিন। এতে চোখের আর্দ্রতা কমে যায় এবং কাজল অনেকক্ষণ ঠিক থাকে।
ঠোঁটের মেকআপ: লিপস্টিকের জন্য মেটালিক শেড বেশ রমরমা। আপনার পোশাকের সঙ্গে মানানসই হলে ফুশিয়া পিঙ্ক, টারকোয়িজ ব্লু, ব্রাউন, মেরুন এ রংগুলো পরতে পারেন। কারণ এ রংগুলো আপনাকে মানাবে ভালো। আর মেকআপ হয়ে গেলে সেটিং স্প্রে ব্যবহার করতে ভুলবেন না। এটি দীর্ঘক্ষণ মেকআপ ধরে রাখতে সাহায্য করবে। সবসময়ে সঙ্গে ছোট টিস্যু বা ব্লটিং পেপার কাছে রাখুন। তাতে অতিরিক্ত তেল ও ঘাম মুছে ফেলা সহজ হবে।