করাপশন টক
বৃহস্পতিবার, ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রণবীর চেয়েছিলেন, তবুও যে কারণে ‘বেশরম’ সিনেমা থেকে বাদ পড়েন ক্যাটরিনা

editor
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

২০১৩ সাল। বলিউড পরিচালক অভিনব কাশ্যপের সিনেমা ‘বেশরম’ মুক্তি পায়। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রণবীর কাপুর। সেই সময় ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। তাকে ‘বেশরম’ সিনেমায় নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন রণবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন অভিনব কাশ্যপ।

পরিচালক ‘বেশরম’ সিনেমার জন্য একজন নায়িকা খুঁজছিলেন, যাকে দেখে সহজেই দিল্লির পাঞ্জাবি বলে মনে হবে। কিন্তু ক্যাটরিনার কথা বলার ধরন একেবারেই তেমন ছিল না। ফলে অভিনেত্রীকে এ সিনেমায় নিতে চাননি অভিনব কাশ্যপ।

পরিচালক বলেন, ক্যাটকে নিয়েই সিনেমা তৈরির অনুরোধ করেছিলেন রণবীর কাপুর। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন তিনি। অভিনব বলেন, সেই সময় এ সিনেমার নায়িকার চরিত্রের জন্য বহু অভিনেত্রীই অডিশন দিতে এসেছিলেন। তাদের মধ্যে ছিলেন তাপসী পান্নু, স্বরা ভাস্কর, তামান্না ভাটিয়া, পরিণীতি চোপড়ার মতো অভিনেত্রীরা।

তিনি বলেন, ক্যাটরিনা খুব ভালো মানুষ। প্রতিভাবান অভিনেত্রী হওয়ায় তাকে নিয়ে এমনি কোনো সমস্যা ছিল না। ক্যাটরিনা নিজেও সিনেমাটা করতে চেয়েছিলেন। তবু ক্যাটরিনাকে কেন্দ্রীয় চরিত্রে নেওয়া হয়নি। এমনকি তাপসী-পরিণীতিদের ছেড়ে বেছে নেওয়া হয় পল্লবী সারদাকে।

এমন কেন করেছিলেন? উত্তরে পরিচালক বলেন, ক্যাটরিনা একবার এসে আমার সঙ্গে দেখাও করেন। যশরাজে একটা গান রেকর্ড করছিলাম। সেই সময় ক্যাটরিনা এসে সরাসরি জিজ্ঞেস করেন— আমার সঙ্গে কোনো শত্রুতা আছে?

অভিনব কাশ্যপ বলেন, আমি বলি— এমন কোনো ব্যাপার নেই। আমি ওকে জানাই— যে দিন আমার কাছে এমন চিত্রনাট্য থাকবে, যেখানে প্রবাসী চরিত্রের প্রয়োজন পড়বে, আমি প্রথমেই ওর সঙ্গে যোগাযোগ করব।

তিনি বলেন, এ সিনেমায় সোনাক্ষী সিনহাকে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু রণবীর তার সঙ্গে কাজ করতে চাননি। পল্লবীর অডিশন দেখে রণবীর তো বটেই— এমনকি ঋষি কাপুর ও নীতু কাপুরেরও পছন্দ হয়। তবে প্রতিভার নিরিখে বাছাই করা হলেও বলিউডে নিজের স্থান পাকা করতে পারেননি পল্লবী সারদা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।