করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে পুলিশের ‘ডেবিল হান্ট’ অভিযান নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার

editor
ডিসেম্বর ১৯, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘ডেবিল হান্ট’-এর আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের চারজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রা‌তে ছাতক উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ১০নং দোলারবাজার ইউনিয়নের বারগোপী গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে জুনেদ হাসান (৩৪)। তিনি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ছাতক উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক। আমিনুল হক (৪৪), তিনি উপজেলার ছাতক সদর ইউনিয়নের মানসীনগর গ্রামের গোলাম আম্বিয়ার ছেলে এবং ৩নং ছাতক সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক। অপর দুইজন হলেন— উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের রামনগর (দশঘর) গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে মতছির আলী (৫৮) ও একই এলাকার সমস উদ্দিন (৫০)।

পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিনভর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের ছাতক থানা থেকে সুনামগঞ্জ জেলা সদরের আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চলমান মামলার প্রেক্ষিতে ‘ডেবিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতারগুলো করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্থানীয়ভাবে অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে।

‘ডেবিল হান্ট’ অভিযান শুরুর পর থেকে ছাতক উপজেলায় পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।