করাপশন টক
বৃহস্পতিবার, ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

editor
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ কয়েকজনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদকের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে গতকাল সন্ধ্যায় এ মামলা দুটি দায়ের করেন।

প্রথম মামলায় অভিযোগ করা হয়, আসামিরা যোগসাজশে এইচ এম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সরোয়ার আলমের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শনপূর্বক ৫৫ কোটি টাকা উৎকোচ আদায় করেন। ইউসিবি’র কর্মচারীদের নামে ভুয়া হিসাব খুলে উক্ত অর্থ লেনদেন করা হয় এবং পরবর্তীতে বিদেশে পাচার ও মানিলন্ডারিং করা হয়।

দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ওয়েল মার্ট লিমিটেড (টেক্সটাইল ইউনিট)-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলামের কাছ থেকে ৫ কোটি টাকা উৎকোচ আদায় করেন। প্রতারণার মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, জাল নথি ব্যবহার ও অর্থ লেনদেন সম্পন্ন করা হয় এবং পরবর্তীতে তা বিদেশে পাচার করা হয়।

দুদক জানিয়েছে, উভয় মামলায় দণ্ডবিধির ১৬২/৪০৯/৪২০/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।