করাপশন টক
রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য ইউনাইটেড হেলথকেয়ারে চিকিৎসায় বিশেষ ছাড়

editor
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহকরা এখন থেকে ইউনাইটেড হেলথকেয়ার চিকিৎসা নিলে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এ সুবিধা প্রদানের লক্ষ্যে সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহক ও ব্যাংকের সকল কর্মীরা ইউনাইটেড হেলথকেয়ার-এর সেবায় বিশেষ সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে- ইউনাইটেড হেলথকেয়ার-এ সকল প্যাথলজি টেস্টে ২০% ছাড়, রেডিওলজি ও ইমেজিং বিভাগে করা সকল ডায়াগনস্টিক টেস্টে ১০% ছাড় এবং পেশেন্ট ভর্তির ক্ষেত্রে কেবিন ভাড়ায় ৫% ছাড়।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী এবং ইউনাইটেড হেলথকেয়ার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী এবং ইউনাইটেড হেলথকেয়ার-এর চিফ ফিনান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সমঝোতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।