করাপশন টক
শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিসিকের‘ব্র্যান্ডিং ও প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয়ের কৌশল’শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

editor
জানুয়ারি ৯, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর আওতাধীন বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-এ অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ‘ব্র্যান্ডিং ও প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয়ের কৌশল’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সটি গত বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণটি গত ০৪ জানুয়ারি হতে ০৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণ কোর্সের মূল উদ্দেশ্য ছিল ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্যের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি, আধুনিক বিপণন কৌশল সম্পর্কে ধারণা প্রদান, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার সক্ষমতা বৃদ্ধি এবং বিক্রয় বৃদ্ধির কার্যকর কৌশল সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান প্রদান করা। প্রশিক্ষণে ব্র্যান্ডিং, মার্কেট পজিশনিং, কাস্টমার বিহেভিয়ার, ডিজিটাল মার্কেটিং, মূল্য নির্ধারণ কৌশল ও বিক্রয় ব্যবস্থাপনা বিষয়ক গুরুত্বপূর্ণ সেশন অন্তর্ভুক্ত ছিল।

প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ও দক্ষ রিসোর্স পার্সনগণ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণের শেষ দিনে শিল্প মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান মহোদয় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের জন্য “Trademark, Patent & Copyright: Patents and Designs Act and Other Legal Aspects Related to Branding” বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন গ্রহণ করেন।

পরবর্তীতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি শক্তিশালী ব্র্যান্ড ও সঠিক বিপণন কৌশলই উদ্যোক্তাদের টেকসই ব্যবসা গড়ে তোলার মূল চাবিকাঠি। তিনি উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান বজায় রাখা, ভোক্তার চাহিদা বোঝা এবং আধুনিক বিপণন মাধ্যম ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। এবং প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ উদ্যোক্তা জীবনে সফলতা কামনা করেন।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ শাহাদত হোসেন, বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোঃ ফরহাদ আহম্মেদ, পাশাপাশি বিটিআই-এর অন্যান্য ঊর্ধ্বতন অনুষদবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এই প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন খাতের নারী ও পুরুষ উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণ ও বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।