করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিজিএফআই পরিচয়ে এলজিইডিতে দাপ্তরিক চাপ সৃষ্টি, আটক করেছে সেনাবাহিনী

editor
অক্টোবর ৬, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে অভিযান চালিয়ে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এলজিইডি ভবনের পরিচালক কার্যালয় থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম শাহিনুর (৫২)। তিনি সেনাবাহিনীর চাকরিচ্যুত একজন সাবেক সার্জেন্ট।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শাহিনুর নিজেকে ডিজিএফআই-এর ‘সিনিয়র ওয়ারেন্ট অফিসার’ পরিচয় দিয়ে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের কাছে প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং লোক নিয়োগে সহায়তার নামে দাপ্তরিক চাপ সৃষ্টি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলজিইডির পরিচালক সরাসরি ডিজিএফআইয়ের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে নিশ্চিত হওয়া যায় যে শাহিনুর নামে কোনো কর্মকর্তা বা সদস্য ডিজিএফআইয়ে কর্মরত নেই।

পরবর্তী সময়ে এলজিইডি কর্তৃপক্ষ শেরেবাংলা নগর সেনা ক্যাম্পে বিষয়টি জানালে সেনাবাহিনীর দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহিনুরকে আটক করে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আমাদের কাছে অভিযোগ আসে যে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে এলজিইডি অফিসে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। খবর পেয়ে টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে চ্যালেঞ্জ করলে জানা যায়, তিনি ডিজিএফআইয়ের কেউ নন। শাহিনুর সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত থাকাকালীন শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০০৮ সালে চাকরিচ্যুত হন।

শাহিনুরকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সূত্র: ঢাকা পোষ্ট

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।