করাপশন টক
শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৬ বছরে দেশের মানুষ একটি ভালো নির্বাচন দেখার সুযোগ পায়নি :প্রেস সচিব

editor
জানুয়ারি ২৪, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বড় বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনি প্রচার চালাচ্ছে এবং যেখানে তারা যাচ্ছেন, সেখানেই হাজার হাজার, এমনকি লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের ১৬ বছরে দেশের মানুষ একটি ভালো নির্বাচন দেখার সুযোগ পায়নি। কখনো সকালে ভোট দিতে গিয়ে দেখা গেছে ব্যালট আগেই চুরি হয়ে গেছে, আবার কখনো ভোটারদের সামনে দিয়েই ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে। এসব অভিজ্ঞতার কারণেই দেশের মানুষ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। আগামী ১২ ফেব্রুয়ারি একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে শফিকুল আলম বলেন, নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংস্কার কমিশনের আলোচনা শেষে এই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভোটের গুরুত্ব উপলব্ধি করেই এই দীর্ঘ আলোচনা হয়েছে এবং এর ফলাফল হিসেবে জুলাই সনদ সামনে এসেছে। সেই সনদের পক্ষেই এখন ‘হ্যাঁ’ ভোট দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সব রাজনৈতিক দলই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিচ্ছে, তবে নিজেদের প্রচারণা নিয়ে হয়তো তারা কিছুটা ব্যস্ত। সরকার দেশের সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যাতে সবাই বুঝতে পারেন কেন ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে যেন দেশে আর কোনো স্বৈরাচার ফিরে না আসে, অপশাসনের পুনরাবৃত্তি না ঘটে এবং সাধারণ মানুষের ব্যাংকের টাকা কেউ লুটপাট করতে না পারে— এটাই এর মূল উদ্দেশ্য।

মিডিয়া সংস্কার প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তথ্য অধিকার আইনকে আরও সহজ ও কার্যকর করা হয়েছে। কীভাবে সূচিপত্র তৈরি হবে, কীভাবে রিপোর্ট করা হবে এবং কীভাবে তথ্যের ওপর নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হবে, এসব বিষয়ে একটি অধ্যাদেশ পাস করা হয়েছে। এই সরকার ১৮ মাস ধরে দায়িত্বে রয়েছে। এ সময়ের মধ্যে সবকিছু করা সম্ভব নয়। যেসব বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো নিয়েই সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। সব খাতে সংস্কার করার ইচ্ছা থাকলেও সময় স্বল্পতার কারণে তা পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না।

মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলার বিষয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশ শিল্পীর স্বাধীনতায় বিশ্বাসী। বিচারগান ও বিচ্ছেদ গানে শিল্পীরা নানা ধরনের কথা বলেন। এ ক্ষেত্রে কিছু ইউটিউবারও আংশিকভাবে দায়ী। অনেক সময় ইউটিউবাররা পুরো বিচারগান প্রকাশ না করে কেবল মুখরোচক অংশ কেটে প্রচার করেন, যা পরে ভাইরাল হয়। এতে গানের মূল প্রেক্ষাপট বা কনটেন্ট নষ্ট হয়ে যায় এবং কিছু বিচ্ছিন্ন কথার ওপর ভিত্তি করে সামাজিক বিভ্রান্তি ও কলহ সৃষ্টি হয়। সরকারের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত প্রায় ৬০টি মাজার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন গড়পাড়া ইমামবাড়ির খাদেম ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আরিফুর রহমান বাবু, শাহজাদা রহমান বাঁধন এবং তাজিনুর রহমান তাজ।
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।