আজ রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬খ্রিঃ তারিখে হবিগঞ্জ জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে মোছা: ইয়াছমিন খাতুন, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে এবং রাখী রানী দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), হবিগঞ্জের সঞ্চালনায় বিকাল ১৬.০০ ঘটিকায় জেলা পুলিশলাইনস্থ ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শুনেন এবং জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন পুলিশ সুপার, হবিগঞ্জ।
উক্ত সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল-এ গমনকারী পুলিশ সদস্য কনস্টেবল মোঃ শফিকুর রহমানকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান পুলিশ সুপার, হবিগঞ্জ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ,কে,এম, সালিমুল হকসহ জেলার সকল পদবীর অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।
