২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় গবেষণা প্রস্তাব যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা আজ বারটান প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বারটানের নির্বাহী পরিচালক রেহেনা আকতার (অতিরিক্ত দায়িত্ব। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. জামাল উদ্দীন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (শস্য), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এবং ড. মো. পান্না আলী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (শস্য), বিএআরসি।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বারটানের ল্যাব গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তাসনীমা মাহজাবীন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মজিদ, পুষ্টি শিক্ষা শাখার অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন, বারটানের বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধানগণ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় বারটানের চলমান ও প্রস্তাবিত গবেষণা কার্যক্রমের মানোন্নয়ন, বাস্তবায়ন কৌশল ও ভবিষ্যৎ দিকনির্দেশনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
