করাপশন টক
রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার পর যারাই দেশ পরিচালনা করেছে, তারা হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে: মিয়া গোলাম পরওয়ার

editor
অক্টোবর ৩১, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার পর যারাই দেশ পরিচালনা করেছে, তারা হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। এবার হিন্দুদের প্রকৃত ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজন ইসলামী সরকার।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, যারা দাঁড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয়-ভীতি দেখাচ্ছে, তাদের হুমকিতে এবার কেউ ভয় পাবে না। হিন্দুদের ওপর আঘাত এলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে যারা দেশ চালিয়েছে, তারা মাস্তান, দখলদার ও চাঁদাবাজদের মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে শোষণ করেছে। জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সন্ত্রাস, দখল ও চাঁদাবাজি বন্ধ করবে।

তিনি আরও দাবি করেন, দেশের মানুষ পরিবর্তন চায়। লাঙল, ধানের শীষ ও নৌকার শাসন আমরা দেখেছি। এখন সময় এসেছে দাড়িপাল্লার শাসন দেখার। দেড় হাজার শহীদ ও ৪০ হাজার আহতের ত্যাগে যে পরিবর্তনের সূচনা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই পরিবর্তনের বার্তা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে দেশবাসীও সেই বার্তা দেখাবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল খায়ের, প্রমত গাইন, ডা. হরিদাস মণ্ডল, কানাই লাল কর্মকার, প্রভাষক প্রশান্ত কুমার মণ্ডল, অধ্যক্ষ সুভাষ সরদার, সুজিৎ কুমার সরকার, এডভোকেট আপোষ সিংহ, গোবিন্দ কুণ্ডু, বিপ্লব সরকার, কার্তিক চন্দ্র সরকার, নারায়ণ রাহা, বিশ্বনাথ দাস, তন্ময় মণ্ডল, নিরঞ্জন রায়, তরুণ কুমার মণ্ডল, প্রদীপ কুমার সরকার, অনিমেষ মণ্ডল, মনোরঞ্জন মণ্ডল, গোবিন্দ কুমার বিশ্বাস, স্বদেশ হালদার ও অরুণ কুমার আচার্য প্রমুখ।

সম্মেলন শেষে একটি গণমিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
সূত্র: যুগান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।